অবরুদ্ধ কাশ্মীর অতিক্রান্ত পঁচাত্তর দিন আজও জনজীবন স্বাভাবিক সারাদেশে প্রতিবাদী মুখ আই এ এস কন্নান গোপিনাথান আজ কাশ্মীরের পঁচাত্তর দিন অতিক্রান্ত করে গেল কিন্তু সাধারণ জনজীবনে এখনো ব্যাহত রয়েছে মানুষজন বেরোতে পারছে না বাচ্চারা স্কুলে যেতে পারছে না কোন ইন্টারনেট পরিষেবা নেই একদম অবরুদ্ধ কাশ্মীর এরই প্রতিবাদে আজ পদত্যাগী আইএস কন্নান গোপীনাথপুর ডাকে সারা ভারতে প্রতিবাদ ও বিক্ষোভ সভা-সমাবেশ চলছে কলকাতাতে তারই প্রতিবাদ সভা হয়ে গেল প্রেসক্লাবের সামনে এতে অংশগ্রহণ করেছিলেন ভাষা ও চেতনা কর্মকর্তারা ও বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা এদের একটাই দাবি কবে আবার জনজীবন স্বাভাবিক হবে কাশ্মীরে বাচ্চারা স্কুলে যেতে পারবে সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে পারবে প্রত্যেকে প্রত্যেকের মিলন ঘটাতে পারে এটাই তাদের প্রতিবাদি সভা ও মিছিল
0 Comments